ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেওয়ায় মেক্সিকোর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মেক্সিকোর উপ-পররাষ্ট্রমন্ত্রী কারম্যান মরিনহো তুসকানোর সঙ্গে এক বৈঠকে সন্তোষ প্রকাশ করেন তিনি।
মেক্সিকোতে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কারম্যান মরিনহো তুসকানোর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠানে জোর দেন শাহরিয়ার আলম।
মেক্সিকোর ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে শাহরিয়ার আলম সেদেশে সফরে রয়েছেন। তিনি সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
টিআর/আরবি