ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার জন্মে আমরা ধন্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
শেখ হাসিনার জন্মে আমরা ধন্য ওবায়দুল কাদের। ফাইল ফটো

শরীয়তপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশের উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তার জন্মে আমরা ধন্য। তার অসামান্য সাহসে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী বছর আপনারা এই সেতু দিয়ে চলাচল করতে পারবেন। অনেকেই ষড়যন্ত্র করেছেন এই সেতুর বিরুদ্ধে। কিন্তু প্রধানমন্ত্রী তাতে পাত্তা দেননি। নিজস্ব অর্থায়নে সেতু করেছেন। এদেশের ১৭ কোটি মানুষের আস্থার নির্ভরযোগ্য ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, আজ আমাদের আনন্দের দিন। এই দিনে প্রধানমন্ত্রী জন্মগ্রহণ করেছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে আমরা ধন্য।  

এসময় অংশগ্রহণ করেন- শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, বাহাদুরপুরের পীর সাহেব ফকীর আব্দুল্লাহ মোহাম্মাদ হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এসময় উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়ায় ২ হাজার ও সখিপুরে ১ হাজার কোরআন শরীফ এবং হাদিয়া দেন। এছাড়াও নড়িয়ার ডিঙ্গামানিকের রামসাধুর সেবা মন্দিরে-বাড়িতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।