ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
শ্রীপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে শাহজাহান ( ৫০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার  (২৮ সেপ্টেম্বর ) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

শাহজাহান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্ত্রী ফেরদৌসী বাংলানিউজকে বলেন, আমরা পাঁচ বছর ধরে স্থানীয় সিদ্দিকুর রহমানের বাসায় ভাড়া থাকি। আমি একটি কারখানায় কাজ করি এবং আমার স্বামী  দিনমজুরের কাজ করেন। আজ ভোরে হঠাৎ স্থানীয়দের চিৎকার শুনে গিয়ে দেখি আমার স্বামী গাছে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে, আমি বলতে পারছি না।

শ্রীপুর থানার এসআই নাজমুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।