ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরবনের শিবসা নদীতে দুই ট্রলার ডুবি, মাঝি নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
সুন্দরবনের শিবসা নদীতে দুই ট্রলার ডুবি, মাঝি নিখোঁজ

বাগেরহাট: সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে মাছ ধরতে যাওয়া দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবসা নদীতে ট্রলার দুটি ডুবে যায়।

 

দুই ট্রলারে থাকা ১৪ জেলে ও মাঝিদের মধ্যে রুহুল খান (৫৫) নামে একজন নিখোঁজ রয়েছেন। অন্য সবাই সাঁতরে এবং বিভিন্ন মাছ ধরা ট্রলারে উঠে জীবন বাঁচিয়েছেন। তবে রুহুল খান বেঁচে আছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য নেই ফিরে জেলেদের কাছে। নিখোঁজ জেলের সন্ধ্যানে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

ডুবে যাওয়া ট্রলার দুটির একটির মালিক বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিয়ারখাল এলাকার রুহুল খান এবং অন্যটির মালিক একই এলাকার জসিম জমাদ্দার।

পাথরঘাটা এলাকার মায়ের দোয়া ফিসের মালিক মো. নাছির উদ্দিন, গভীর রাতে বঙ্গোপসাগরের মোহনায় রুহুল খান ও জসিম জমাদ্দারের ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে থাকা সবাই ফিরে নিরাপদে পাথরঘাটা এলাকায় ফিরেছেন। তবে একটি ট্রলারের মাঝি ও মালিক রুহুল খান এখনও নিখোঁজ রয়েছেন। তার সঙ্গের জেলেরা ধারণা করছেন রুহুল খান হয়তো বেঁচে নেই।  

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. মামুনুর রহমান বলেন, এক জেলে নিখোঁজের খবর আমরা পেয়েছি। তার সন্ধ্যানে কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় অভিযান শুরু করেছে। নিখোঁজ জেলেকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্চে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।