ময়মনসিংহ: ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতি-কালে নয় জন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে রামদাসহ নয়টি দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারদের ডাকাতির প্রস্তুতি গ্রহণ ও সমবেত হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- রাসেল মিয়া(২৯), মো: দুলাল (৩২), মামুন মিয়া(২৯), মো: সীমান্ত (২৮), মো: রাকিব (২০), সাগর আহম্মেদ (২৮), সাকিব মিয়া (২১), মো: টিটু (২৭) ও রনি মিয়া(২৫)। তারা সবাই ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো: সফিকুল ইসলাম জানায়, আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার দিবাগত রাতে ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ীর ময়লাকান্দা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এনএইচআর