ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
নারায়ণগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার আটক মাদক বিক্রেতা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড থেকে ১৪ কেজি গাঁজাসহ অপু আহমেদ রাফি (২৩) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান।

এর আগে, সকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আটক অপু কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে।

কমান্ডার মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামি প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা করতো। সে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, মাদক ব্যবসা গ্রেফতারকৃত আসামির একমাত্র পেশা। প্রাইভেটকার চালক পরিচয় তার ছদ্মবেশ মাত্র। গ্রেফতারের সময় তার প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।