ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সীমান্তে ২০ কেজি রূপার গহনা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
সাতক্ষীরা সীমান্তে ২০ কেজি রূপার গহনা উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে ২০ কেজি রূপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতেপারেনি বিজিবি।

 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাত ৯টার দিকে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৮৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি রূপার গহনা আটক করতে সক্ষম হয়। যার  মূল্য প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা।

এতে আরও বলা হয়, রূপার গহনা আটকের ঘটনায় ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়েছে এবং আটককৃত রূপার গহনাসমূহ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।  
মনে করা হচ্ছে, রূপার গহনাগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।