ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করে দরজায় নতুন তালা-চাবি দিয়ে গেল চোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
চুরি করে দরজায় নতুন তালা-চাবি দিয়ে গেল চোর

ঝিনাইদহ: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ওই ভবনের ২য় ও ৩য় তলায় এ চুরি ঘটনা ঘটে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে চুরির ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অভিযোগ করে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদ উর রহমান বাংলানিউজকে জানান, সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে লুঙ্গি ও প্যান্ট পরিহিত ৩ ব্যক্তি প্রাচীর টপকে মই দিয়ে দ্বিতীয় তলায় ওঠে। তারা দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা কম্পিউটার ল্যাবের তালা কেটে ভেতরে ঢুকে অর্ধ-শতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। এছাড়াও তারা যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি প্রতিষ্ঠানে ফেলে রেখে যায়।  

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বাংলানিউজকে বলেন, আমরা চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠিয়েছি। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।