ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মায় নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
পদ্মায় নৌকাডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় নানী-নাতনিসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।

তবে আলো স্বল্পতা এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা শেষ করেছে উদ্ধারকারী দলগুলো।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পাঁকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পাঁকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতনি মায়েশা (৩) খাতুন এবং সদর উপজেলার নারায়নপুর গ্রামের ফিটুর ছেলে আসমাউল হক (৫) ও আয়েশা খাতুন (৫)।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পন্য ও অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা ১০রশিয়া ঘাটে যাওয়ার সময় পদ্মা নদীতে স্রোতের তোড়ে তলিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম ২ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রশাসন তাদের কার্যক্রম বন্ধ করলেও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

অপরদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বাংলানিউজকে জানান, নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী এবং অতিরিক্ত পণ্য ছিল। অতিরিক্ত ভার এবং প্রবল স্রোতের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিজিবি সস্যদের দুইটি দল উদ্ধার কাজ চালিয়ে স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এদিকে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড স্রোত ও আলো স্বল্পতার জন্য উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে এখনো ৮ জন নিখোঁজ থাকা এবং ৪ জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।

>>>চাঁপাইনবাবগঞ্জে নৌকাডুবে নিহত ৩

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।