ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, অক্টোবর ৩১, ২০২৪
ডিএনসিসির শ্রমিক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ৪৫ জন দক্ষ শ্রমিক পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় মুসলিম মর্ডান অ্যাকাডেমিতে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ ও সময় পরে প্রার্থীদেরকে জানানো হবে এবং ডিএনসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএমআই/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।