ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৭৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার পরনে পুরাতন ময়লাযুক্ত কাপড় ছিল।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় না জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। তার পায়ে পুরাতন জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এজেডএস/এনএইচআর