ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাবির ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
ঢাবির ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৭৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) সকালে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে জগন্নাথ হল সংলগ্ন ফুটপাত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার পরনে পুরাতন ময়লাযুক্ত কাপড় ছিল।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় না জানা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, তিনি ভবঘুরে। ফুটপাতেই থাকতেন। তার পায়ে পুরাতন জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।