ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
আশুলিয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় মো. রমজান মিয়া (১৯) নামে এক যুববকে ছুরিকাঘাতে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০১ অক্টোবর) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার জমগড়া এলাকার পলমল নামের এক পোশাক কারখানার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. রমজান মিয়া নরসিংদী জেলার রায়পুর থানার মির্জানগর গ্রামের চান মিয়ার ছেলে৷ তিনি আশুলিয়ার জামগড়ার রশিদের বাসায় ভাড়া থেকে দি ভাই ভাই ফার্নিচার নামের একটি দোকানে কাজ করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বাংলানিউজকে জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে সকালে পুলিশ রক্তাক্ত অবস্থায় রমজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।