ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় যুবককে মুখ বেঁধে পিটিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
পাথরঘাটায় যুবককে মুখ বেঁধে পিটিয়ে জখম আহত রুবেল।

পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটায় শত্রুতার জেরে মো. রুবেল (৩৪) নামে এক কাঠমিস্ত্রিকে রড ও পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পাথরঘাটা মহাবিদ্যালয় মূল ফটকে এ ঘটনা ঘটে।

রুবেল পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দোকানের কাজ সেরে বাসায় যাওয়ার পথে রাত পৌনে ১১টার দিকে পাথরঘাটা কলেজ গেটে পৌঁছামাত্রই তিন যুবক পেছন থেকে মুখ বেঁধে রুবেলকে এলোপাতাড়ি রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তারা এগিয়ে গেলে অপরাধীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। এতে রুবেল মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং রক্তক্ষরণ শুরু হয়। এছাড়াও তার হাত ও পায়ের একাধিক জায়গায় ভেঙে গেছে। মাথায় সাতটি সেলাই দেওয়া হয়।

প্রথমে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রুবেলের বড় ভাই কাশেম রাসেল বলেন, ঘটনার একদিন আগে বিএফডিসি মৎস্য আড়তদার মো. মারুফের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর, ওসি এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেওয়া হয়। এর জেরে মারুফ ও তার ছেলে আলামিন সহযোগীদের নিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমার ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যতটুকু জানতে পেরেছি পূর্ব বিরোধের জেরেই রুবেলের ওপর হামলা করা হয়েছে। আমরা পূর্বের বিরোধ নিষ্পত্তি করে দিয়েছি তার পরেও এমন হামলা শাস্তিযোগ্য অপরাধ, অপরাধীরা কোনোভাবেই পার পাবে না।  

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মেহেদী হাসান বলেন, মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না।

এ বিষয়ে একাধিকবার মারুফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।