ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
চীনা প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ঢাকা: চীনের ৭২তম জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে চীন সরকার ও জনগণকে তার আন্তরিক উষ্ণ শুভেচ্ছা জানান।

 

শুক্রবার (১ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজার বছরেরও আগে আমাদের দুই অঞ্চলের জনগোষ্ঠী যোগাযোগ স্থাপন করেছিল। সেই যোগাযোগ আমাদের দু’টি প্রাচীন সভ্যতার মধ্যে জ্ঞান, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রবাহকে সহজতর করেছিল।

চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আধুনিক চীন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অংশীদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। সেই সময় দুই নেতা চীন-বাংলাদেশ সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করতে সম্মত হন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী চীন সফরের কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে।

চলতি বছরের ১ অক্টোবর ৭২তম জাতীয় দিবস পালন করছে চীন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
টিআর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।