বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় মো. রুবেল (৩৪) নামে এক কাঠমিস্ত্রিকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে পাথরঘাটা মহাবিদ্যালয় মূল ফটকে এ ঘটনা ঘটে।
রুবেলের বড় ভাই কাশেম রাসেল এবং স্থানীয় বাসিন্দা মো. বশির, রিপন, জসিম বলেন, পাথরঘাটা কলেজ গেটে তিন যুবক পিছন থেকে মুখ বেধে রুবেলকে রড এলোপাতাড়িবাবে পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, একদিন আগে রুবেলের সঙ্গে বিএফডিসি মৎস্য আড়তদার মো. মারুফের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর, ওসি এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিষয়টি সমাধান করে দেওয়া হয়। কিন্তু এর জের ধরে মারুফের নির্দেশে মারুফ ও তার ছেলে আলামিন সহযোগীদের নিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশে পিটিয়ে আহত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবুল বাশার বাংলানিউজকে বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরেই রুবেলের ওপর হামলা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এনএইচআর