ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে পালানোর সময় গভীর জঙ্গল থেকে ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছেন।

 

কোস্টগার্ড ও এপিবিএন সদস্যরা বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে ভাসানচর থানার উত্তর-দক্ষিণে চরের গভীর জঙ্গল থেকে তাদের আটক করে।  

আটক রোহিঙ্গাদের ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সিইসি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। বাকিরা হলেন সেনোয়ারা বেগম (২৫), এহেসান উল্লাহ (২২), কিসমত আরা বেগম (২১), নূরুল আজিম (২৩), মো. ইব্রাহিম (৩১), সৈকত আরা (১৮), মোহাম্মদ আলী (১৯), সেফায়েত উল্লাহ (২৮), হাসিনা আক্তার (২৬) ও জামালিদা আক্তার (২৬)।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা গভীর জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করে।  

আটক করার পর রোহিঙ্গারা জানান, বৃহস্পতিবার রাতে দালালের মাধ্যমে তাদের ভাসানচর থেকে নদীপথে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বলেন, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।