চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে যাওয়ার পর কোলের ৪ মাসের শিশু সন্তান ও বাবাকে নিয়ে সাবানা নামে এক নারী চিনাবাদামের বস্তা ধরে নদীতে প্রায় দুই ঘণ্টা ভেসে ছিলেন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে।
মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসা শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সাবানা (২২) জানান, গত বুধবার শ্বশুর বাড়ি ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে বাবার বাড়ি পাঁকা যাওয়ার পথে নৌকাডুবির শিকার হন তারা।
সাবানা বলেন, বোগলাউড়ি ঘাট থেকে বাবা মনিরুল ইসলাম, ৪ মাস বয়সী মেয়ে আশিফা ও তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে নৌকায় ওঠেন। কিন্তু নৌকা ছাড়ার আধাঘণ্টার মধ্যেই পদ্মা নদীর প্রচণ্ড স্রোতে নৌকাটি উল্টে যায়। এসময় তিনি কোলের সন্তানকে এক হাতে বুকে আঁকড়ে ধরে বাবাসহ নৌকায় থাকা একটি চিনাবাদামের বস্তা অন্য হাতে ধরে নদীতে ভাসতে থাকেন। এভাবে প্রায় ২ ঘণ্টা ভাসার পর অন্য একটি ছোট নৌকা তাদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, যে ছোট নৌকাটি তাদের উদ্ধার করে সেটিও ডুবতে থাকায় ওই নৌকার মাঝি নৌকাটি ধরে ভেসে থাকার পরামর্শ দেয়। ফলে এভাবে আরও কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি বড় নৌকা এসে তাদের উদ্ধার করে। পরে তারা বাড়ি যায়।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি পাঁকার বিশ রশিয়ার উদ্দেশে রওনা দেয় এবং পথে ডুবে যায়। এ ঘটনায় এক নারী ও তিন শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নৌকায় মানুষের সঙ্গে অতিরিক্ত মালামাল নেওয়ার জন্য এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এনটি