মাগুরা: ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিনের মতো সকালে হাঁটতে বেড়িয়েছিলেন রবিউল ইসলাম (৪৮)। কিন্তু হেঁটে আর বাসায় ফেরা হলো না তার।
শুক্রবার (১ অক্টোবর) মাগুরা-ঝিনাইদহ সড়কের সাজিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রবিউলের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মাকরাইল গ্রামে। তিনি সাজিয়ারা কৃষি বিপনন কেন্দ্রের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন বলে জনা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিনের মতো শুক্রবার সকালে হাঁটতে বের হন রবিউল। পথে সাজিয়ারা এলাকায় এলে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ।
ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। মরদেহ বর্তমানে মাগুরা হাসপাতাল মর্গে রাখা আছে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসআরএস