ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

সন্তানের সামনে বাবা হত্যা: গ্রেফতার আরও এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
সন্তানের সামনে বাবা হত্যা: গ্রেফতার আরও এক

ঢাকা: রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় মোহাম্মদ তাহের নামে আরও একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম।

ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে শাহবাগ মোড় এলাকা থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত ছিলেন তিনি।

সাবেক এমপি আওয়ালের আলীনগর প্রজেক্টের কার্যক্রম চলাকালীন ভিকটিম সাহিনুদ্দিনের সঙ্গে বিরোধ হয়। এর পরিপ্রেক্ষিতে আওয়ালের নির্দেশে ১৬ মে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত গ্রেফতাররা হলেন- এম এ আওয়াল, সুমন ব্যপারী, মো. টিটু, মো. দিপু, বাবু ওরফে বাইট্টে বাবু, মো. মুরাদ, কালু, কিবরিয়া ও মোহাম্মদ তাহের। তদন্তে প্রাপ্ত বাকি গ্রেফতাররা হলেন-রকি তালুকদার, নুর মোহাম্মদ হাসান, ইকবাল, শরীফ ও মঞ্জুরুল হাসান বাবু।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।