ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বোরকা পরে পালানোর সময় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
বোরকা পরে পালানোর সময় পিস্তল-গুলিসহ সন্ত্রাসী আটক

নোয়াখালী: বোরকা পরে পালানোর সময় দু’টি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ পুলিশের হাতে ধরা পড়েছেন জুয়েল (২৮) নামে এক সন্ত্রাসী। তিনি শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে চালানো পুলিশের অভিযানে তিনি আটক হন। জুয়েল আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।  

পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত সাড়ে ৩টার দিকে আলাইয়াপুরের হাসান আলী মিঝির বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল নামে ওই সন্ত্রাসী বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ  তাকে ধাওয়া করে ধরে ফেলে। পরে তার দেহ তল্লাশি করে দু’টি পিস্তল ও নয় রাউন্ড গুলি পাওয়া যায়।  

তিনি আরও জানান, জুয়েলের নামে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার নামে আরও একটি মামলা করা হয়েছে। অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।