ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কথিত স্বামীর সঙ্গে হোটেলে তরুণী, পরে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
কথিত স্বামীর সঙ্গে হোটেলে তরুণী, পরে মৃত্যু

ঢাকা: রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে লাভলী বেগম (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

লাভলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি সালাউদ্দিন মিয়া জানায়, লাভলীর বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলায়। বিদেশ যাওয়ার কাগজপত্র ঠিক করতে গ্রাম থেকে কথিত স্বামী আব্দুল কুদ্দুসের সঙ্গে ঢাকায় আসেন তিনি। পরে ফকিরাপুল এলাকায় একটি আবাসিক হোটেলে উঠেছিল।

বৃহস্পতিবার বিকেলে লাভলী হোটেল থেকে বের হয়ে এক নারীর সঙ্গে যাচ্ছিলেন। ওই নারী তাকে বিদেশ যাওয়ার কাগজপত্র ঠিক করে দিতে চেয়েছিলেন। তবে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান লাভলী। পরে ওই নারী ও পথচারীরা তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানায়, ওই তরুণীর স্বজনরা থানায় যোগাযোগ করেছে। তারা কোনো অভিযোগ করেনি। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এছাড়া ঘটনার সময়ের সঙ্গে থাকা নারীকে আটক করা হয়েছে বলেও জানায় ওসি সালাউদ্দিন মিয়া।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।