ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পার্শ্ববর্তী পুকুর থেকে উজ্বল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে ডিএমপির পল্টন থানার পুলিশ পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান জানান, উজ্জলের বাবার নাম জামাল। গুলিস্তান নাট্যমঞ্চ এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন তিনি। বৃহস্পতিবার সকালে কয়েকজন মিলে নাট্যমঞ্চের পুকুরে গোসল করতে নামে। এরপর সবাই পুকুর থেকে উঠে গেলেও উজ্জল ওঠতে পারেনি। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পানিতে ডুব দিয়ে খোঁজাখুঁজি করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা সেখান থেকে চলে যায়, বিষয়টি আর কাউকে জানায়নি।

তিনি বলেন, শুক্রবার সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে অজস্র পুরাতন কাটা চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।