সিরাজগঞ্জ: জরাজীর্ণ নলকা সেতুকে কেন্দ্র করে সিরাজগঞ্জের মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে নলকা সেতুর পূর্বদিকে কামারখন্দের কোনাবাড়ী ও পশ্চিমে উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, জরাজীর্ণ নলকা সেতুর কারণে দীর্ঘদিন ধরেই যানজটসহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সকাল থেকে কিছুটা চাপমুক্ত থাকলেও দুপুরের দিকে যানজট সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও যানজট নিরসনে রাতদিন পরিশ্রম করছে পুলিশ। রাস্তাঘাট খারাপের কারণে চরম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এসআই