ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে ৮০ পুরিয়া হেরোইনসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
ঢামেকে ৮০ পুরিয়া হেরোইনসহ যুবক আটক ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ মহিন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ পানির পাম্প সংলগ্ন বেইলি ব্রিজ থেকে তাকে আটক করা হয়।

শাহবাগ থানার তত্ত্বাবধানে বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢামেকের জরুরি বিভাগের পাশে পানির পাম্প সংলগ্ন বেইলি ব্রিজে থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ মহিন নামের ওই যুবককে আটক করা হয়। ধারণা করা হচ্ছে সে হেরোইনের পুরিয়াগুলো বিক্রি করার জন্য সেখানে এসেছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢামেকে থেকে ৮০ পুরিয়া হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।