কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় জহির উদ্দিন শেখ (৭৫) নামে বৃদ্ধ এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মিরপুর পৌর সভার পশুহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিনের বাড়ি শেখ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পাচু শেখের ছেলে।
৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম জানান, মিরপুর বাজার থেকে হেঁটে বাড়ি যাচ্ছিলেন জহির। পথে পশুহাট এলাকায় একটি ট্রাক পেছন দিকে নেওয়ার সময় জহির ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সেই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়। তবে তার আগেই পালিয়ে যান চালক ও হেলপার।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসআই