ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, পার হচ্ছে পণ্যবাহী ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়, পার হচ্ছে পণ্যবাহী ট্রাক

মানিকগঞ্জ: যাত্রীবাহী পরিবহনের চাপ না থাকায় স্বস্তিতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পার হচ্ছে সাধারণ পণ্য বোঝাই ট্রাক। তবে ঘাট এলাকায় কোনো যাত্রীবাহী পরিবহন কিংবা ছোট গাড়ি (প্রাইভেটকার) এলে সরাসরি পন্টুনে গিয়ে ফেরিতে উঠে পার হচ্ছে নৌরুট।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের যানবাহনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেন ট্রাফিক পুলিশের দ্বায়িত্বরত (টিআই) রফিকুল ইসলাম। পাটুরিয়া দুটি ট্রাক ট্রার্মিনালে ৪ শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও ১০টি যাত্রীবাহী পরিবহন এবং ছোট গাড়ি (প্রাইভেটকার) ৩০টির মতো পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বাংলানিউজকে বলেন, সকালের দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের প্রচুর চাপ ছিলো সে কারণে যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পার করা হয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বেশ চাপ ছিলো ঘাট এলাকায় তবে এখন পরিবহনের চাপ না থাকায় সাধারণ পণ্যবোঝাই ট্রাকগুলোকে সিরিয়াল অনুযাযী ঘাট এলাকা থেকে ফেরিতে উঠানো হচ্ছে। মাঝে মাঝে কিছু যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি (প্রাইভেটকার) ঘাট এলাকায় এলে সরাসরি ওই যানবাহনগুলো ফেরিতে উঠে নৌপথ পার হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুল সালাম বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাটে দুপুরের পরপরি যানবাহনের চাপ কমে আসায় এখন ট্রাকগুলোকে পার করা হচ্ছে। মানুষ ও যানবাহন পারাপারের কাজে ১৮টি ফেরি নিয়োজিত আছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।