টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. শাহীন মিয়া (২৫) ও রনি আহমেদ (৩০)। এদের মধ্যে শাহিন উপজেলার হাতিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং রনি চিনাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলে শাহীন ও রনি মোটরসাইকেল যোগে উপজেলার সয়া থেকে এলেঙ্গা যাচ্ছিলেন।
এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এনএসআর