বাগেরহাট: বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সোহান (৮) ও মাহিম (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বড় রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সোহান পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের ইদ্রিস হাওলাদারের ছেলে ও মাহিন একই গ্রামের এনামুল পেয়াদার ছেলে।
জানা যায়, সোহান ও মাহিম পরিবারের সঙ্গে এক সপ্তাহ আগে শরণখোলার বড় রাজাপুর গ্রামে এক আত্মীয় শহিদ শেখের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে কোনো এক সময় মাহিন পুকুরে পড়ে যায়। পরে সোহান তাকে তুলতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীসময়ে তাদের অনেকক্ষণ বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু স্বজনরা। একপর্যায়ে পুকুরটি থেকে ওই দুই শিশুকে নিথরাবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দু’টি শিশুকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন ঘটনার সতস্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসআরএস