ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

প্রবীণদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে দেশ: সমাজকল্যাণমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
প্রবীণদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে দেশ:  সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা: আজকে যারা প্রবীণ, বিগত দিনে তারা ছিলেন নবীন। দেশ গঠনে প্রবীণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন।

প্রবীণদের অবহেলা করা যাবে না। তাদের অভিজ্ঞতায় দেশ সমৃদ্ধ হয়েছে বলে দাবি করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে শুক্রবার (১ অক্টোবর) এক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।

দেশ গঠনে প্রবীণদের অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে দেশ ও জাতি। প্রবীণরা যে ভূমিকা রেখেছিলেন, দেশ ও জাতি  এই অবদান স্মরণ রাখবে। প্রবীণদের অভিজ্ঞতা সমৃদ্ধ যে কর্মকাণ্ড দেশে সূচীত হয়েছে, সেগুলো বাস্তবায়নে নবীনদের এগিয়ে আসতে হবে। ’

প্রবীণদের উন্নয়নে বর্তমান সরকারের অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, তাদের জন্য বর্তমান সরকার উদার। কিন্তু পরিতাপের বিষয় বিগত দিনের সরকার প্রবীণদের জন্য কিছুই করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবীণদের জন্য নানা ধরনের ভাতা সেবা ও সুযোগ সুবিধা পরিচালনা করছে। ফলে প্রবীণরা অনেক সুফল ভোগ করছেন। প্রবীণদের গুণগত জীবনমান নিশ্চিতে বিভিন্ন নীতিমালার পাশাপাশি বিশেষ প্রতিষ্ঠান তৈরির কাজ চলমান রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এমআইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।