কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিরিনা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিন ভোরের দিকে উপজেলার রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিরিনা ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। সে চলতি বছরের ০২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার্থী হিসেবে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিরিনার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের নাহিদ হাসান নামে এক যুবকের প্রেমের সর্ম্পক ছিল। তাদের এই সম্পর্কের বিষয়টি জানতে পেয়ে শিরিনার বাবা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে শিরিনা তার নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে প্রেমিক নাহিদ ও পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বাংলানিউজকে জানান, শিরিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এফইএস/এসআরএস