ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বৃদ্ধকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাল স্কুলছাত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
বৃদ্ধকে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচাল স্কুলছাত্র

ব্রাহ্মণবাড়িয়া: স্কুলছাত্রের কারণে ট্রেনে কাটা পড়া থেকে বাঁচলেন এক বৃদ্ধ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস রেলগেট এলাকায় ঘটা এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বস্তা মাথায় নিয়ে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন এক বৃদ্ধ। তখন সিলেট থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন আসছিল। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে, ওই বৃদ্ধকে বাঁচাতে দৌঁড়ে যায় স্কুলছাত্র। এরপর ট্রেনে কাটা পড়ার ঠিক কয়েক সেকেন্ড আগে ওই বৃদ্ধকে রেললাইন থেকে সরিয়ে আনে সে।

ওই ছাত্রের নাম কেফায়েত উল্লাহ। সে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের মোজালক মিয়ার ছেলে। দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দেবে।  

কেফায়েত উল্লাহ জানায়, বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রেনের সামনে দিয়ে তিনি কেন হাঁটছিলেন। উত্তরে তিনি জানান, তিনি কানে শোনেন না। হাতে সময় খুব কম থাকায় বৃদ্ধের নাম-পরিচয় জানতে পারেনি কেফায়েত।  

 

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।