মাগুরা: মাগুরা সদর উপজেলার হাওড় এলাকায় ট্রাকচাপায় রসুল শিকদার (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বাংলানিউজকে বিষয়টি জানান।
নিহত রসুল শিকদার জেলা শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা মাগুরা শস্য গুদাম ঋণ প্রকল্প কার্যালয়ের অফিস সহায়ক বলে জানা গেছে।
ওসি মঞ্জুরুল আলম জানান, সকালে মাগুরা-ঝিনাইদহ সড়কে হাঁটতে বের হয়েছিলেন রসুল শিকদার। এ সময় হাওড় এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোম্বর ০১, ২০২১
এসআরএস