দিনাজপুর: ছাগল চুরির অপবাদে দিনাজপুরে দুই স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১০টায় হাকিমপুর উপজেলার হিলির মোল্লাবাজার নামক এলাকায় ঘটনা ঘটেছে।
নির্যাতিত দুই কিশোর অষ্টম শ্রেণিতে পড়ে। তারা হলো- উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মধ্যবাসুদেবপুর এলাকার আরিফ হোসেন ও তার সহপাঠী একই এলাকার সৌরভ আলী। এ ঘটনায় আটক নাজমুল হাসান ওই ইউনিয়নের সদস্য।
এর আগে ফেসবুকে দুই কিশোরকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে।
আটক ইউপি সদস্য নাজমুল হাসান
এ বিষয়ে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব জানান, আমরা শিশু নির্যাতনের খবর পেয়ে মোল্লা বাজার এলাকায় যাই। সেখান থেকে দুই কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিয়েছি।
তিনি আরও জানান, বর্তমানে দুই কিশোর নিজ পরিবারের কাছে আছে। এ ঘটনায় নাজমুল হাসান নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য পুলিশী অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
এমএমজেড