ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মতলবে নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
মতলবে নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত

চাঁদপুর: চাঁদপুরের মতলব পৌরসভার কলাদি এলাকায় নির্মাণাধীন বাড়ির দেয়াল চাপা পড়ে সপ্তম শ্রেণীর ছাত্র নিরবের (১২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৫টার পৌর এলাকার দেওনজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মতলব সরকারি জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নিরবের বাবা গৌতম চন্দ্র দে ওই এলাকার দেওয়ানজী বাড়ির একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বিকেলে নিরব তার পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ির অদূরে নির্মাণাধীন একটি বাড়িতে যায়। সেই বাড়ির দেয়াল ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মতলব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।