ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

শিক্ষাক্ষেত্রে এখনও পিছিয়ে আছি: পরিকল্পনামন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
শিক্ষাক্ষেত্রে এখনও পিছিয়ে আছি: পরিকল্পনামন্ত্রী 

সুনামগঞ্জ: শিক্ষাক্ষেত্রে এখনও বাংলাদেশ পিছিয়ে আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়নে বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। একেক সময় একেক কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে, আরেকবার বলে, নির্বাচনে যাবো না। এই হচ্ছে বিএনপির অবস্থা।

এম এ মান্নান বলেন, আমাদের অর্থনীতি উন্নয়নে প্রবাসীদের বিশেষ ভূমিকা রয়েছে। এখানকার প্রবাসীরা শিক্ষার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখছেন।  

পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজ প্রতিষ্ঠায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি সরকারিকরণে আমার প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।

জগন্নাথপুর ইউমেন্স কলেজ পরিচালনা কমিটির সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নজির উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া ও অ্যাডভোকেট হোসেন আহমদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম মান্নানের একান্ত সচিব মো. হারুন উর রশীদ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।