নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে এ বাইচ অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন এবং আয়োজনকারীদের ধন্যবাদ জানান।
বাইচ উপলক্ষে ইছামতির দুই পাড়ে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। নানা রং মেখে ও সং সেজে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা। দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই নৌকার মাঝি-মাল্লারা ‘হেইয়া রে হেইয়া’ হাঁক দিয়ে নৌকা টান দিলে নদীর দুই পাড়ে উপস্থিত দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে। বাইচে আগত দর্শনার্থীরা ঢোল, তবলা নিয়ে নেচে গেয়ে এক বর্ণিল পরিবেশ সৃষ্টি করে এলাকাজুড়ে।
বাইচে নবাবগঞ্জ, দোহার ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ এবং মানিকগঞ্জ জেলা থেকে নানান নামের ৮-১০টি ঘাসী নৌকা অংশ নেয়। বাইচ শেষে প্রথম পুরস্কার খান বাড়ি নৌকাকে মোটরসাইকেল, শেখ আব্দুল খালেক নৌকাকে দ্বিতীয় পুরস্কার ফ্রিজ দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওতলা নবারুণ সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম সালাউদ্দীন মনজু।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসআরএস