কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ময়নার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশাসহ পাচারকারী আব্দুর রহিম প্রকাশকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে আটক করা হয়।
রহিম উখিয়ার উত্তর রহমতের বিল এলাকার কালু মিয়ার ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এ এস পি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন খবরের ভিত্তিতে উখিয়ার পালংখালী ময়নার ঘোনা এলাকায় সিআইসি কার্যালয়ের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশা থেকে আব্দুর রহিম প্রকাশসহ দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে অটোরিকশার ভেতর থেকে এক লাখ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এসবি/আরআইএস