গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে আব্দুর রহিম খান (৭০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর। আহতরা হলেন- তার স্ত্রী দিলজুয়ারা খানম (৬৩) ও তাদের প্রাইভেটকারচালক সোলায়মান (৩০)।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে করে স্ত্রীকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন আব্দুর রহিম। এক পর্যায়ে তাদের প্রাইভেটকারটি সন্ধ্যার দিকে নলছাটা এলাকায় রেলক্রসিংয়ে পৌঁছালে চট্টগ্রামগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতর থাকা আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন তার স্ত্রী দিলজুয়ারা খানম ও প্রাইভেটকারচালক সুলাইমান।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
আরএস/আরবি