ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

৩৫ শতাংশ কমিশন ইসলামিক ফাউন্ডেশনের বইয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০২১
৩৫ শতাংশ কমিশন ইসলামিক ফাউন্ডেশনের বইয়ে

ঢাকা: ধর্মপ্রাণ মুসলমান কোরআন হাদিস ও ধর্মীয় অন্যান্য বইয়ের জন্য ইসলামিক ফাউন্ডেশনের বই বেছে নেন সবার আগে। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বইয়ের চাহিদাও রয়েছে প্রচুর।

এজন্য ইসলামিক ফাউন্ডেশন বিক্রির সময় বইয়ে সাধারণত ২৫ শতাংশ কমিশন দিয়ে থাকে।

এ কমিশনের বাইরে শতকরা ৩৫ শতাংশ কমিশনেও বই কিনতে পারবেন ক্রেতারা। এক্ষেত্রে কোনো ক্রেতা যদি ১০ হাজার টাকার ওপরে বই ক্রয় করেন, তবেই ৩৫ ছাড় পাবেন। আর অন্যান্য সময় রমজান মাস ও পবিত্র ইদে মিলাদুন্নবী উপলক্ষে যেকোনো বইয়ে ও বইমেলায় ৩৫ শতাংশ কমিশন ছাড় দিয়ে থাকে ইসলামিক ফাউন্ডেশন। তবে এ বছর করোনার কারণে সে মেলা হয়নি।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক, বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে ইসলামিক ফাউন্ডেশন বই বিক্রি করে না। ইসলামিক ফাউন্ডেশনে বায়তুল মোকাররমে অফিস সংলগ্ন এলাকায় একটি বই বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া সারাদেশে ৬৪টি জেলাতেই বই বিক্রয় কেন্দ্র রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের। সেখানেও বইয়ে সাধারণত ২৫ শতাংশ কমিশন দেওয়া হয়।

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের নামে ফেসবুক পেজ খুলে অনেকেই চড়া দামে বই বিক্রি করে। আবার অনেকে ইসলামিক ফাউন্ডেশনের বই অনলাইন শপে বেশি দামে বিক্রি করে। শুধু তাই নয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম করে ফটোকপি করা বইও বিক্রি করে অনেকে। ফলে বইয়ের ক্রেতা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই ইসলামিক ফাউন্ডেশনে বই কিনতে হলে অবশ্যই বই বিক্রয় কেন্দ্রে গিয়ে বই কিনতে হবে বলে সতর্কতা জানিয়েছে এ ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের জনপ্রিয় ও সর্বাধিক বিক্রিত বইগুলোর মধ্যে রয়েছে- বুখারি শরীফ, তাফসীরে মা’আরেফুল কোরআন, তাফসীরে ইবনে কাসীর, আবু দাউদ শরীফ, মুসলীম শরীফ, সীরাতুন নবী, আল কোরআনুল করীম সংক্ষিপ্ত বিশ্বকোষ, সীরাত বিশ্বকোষ, ইসলামী বিশ্বকোষ, আল হিদায়া ইত্যাদি।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।