ঢাকা: রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দু’জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. ইয়াসিন (৩৩) ও জিতু (৩৩)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসির পাশে জাহানারা ভিলা সংলগ্ন ছয়তলা বাড়ির তিনতলায় কয়েকজন মিলে ভাড়া থাকতেন। রাত সাড়ে ৮টার দিকে তাদের রুমে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা দু’জন দগ্ধ হন। কী বিস্ফোরণ হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া দগ্ধদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ ও জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএমআই/এজেডএস/আরবি