ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি 

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি প্রতারক চক্র সেই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছে বলে ইউএনও জানিয়েছেন।

শুক্রবার (০১ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা প্রচার করেছেন। এ নিয়ে দ্বিতীয়বার তার নম্বরটি ক্লোন করা হয়েছে বলেও ইউএনও জানান।

সতর্কবার্তায় বলা হয়, কিছু প্রতারক সরকারি দাপ্তরিক নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে ইউএনওর নামে কল দিচ্ছে। এছাড়া অন্য আরও একটি নম্বর থেকে কল দিয়ে নিজেকে ইউএনও দাবি করা হচ্ছে। চক্রটি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে টাকা চাইছে। তাই কারও কথায় প্ররোচিত হয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ইউএনও বাংলানিউজকে জানান, এ নিয়ে দ্বিতীয়বার সরকারি দাপ্তরিক নম্বরটি ক্লোন করা হল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।