ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

কাশবনে দুর্বৃত্তদের আগুন!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
কাশবনে দুর্বৃত্তদের আগুন! সিলেটে কাশবনে দুর্বৃত্তদের আগুন!

সিলেট: সিলেটের গোলাপগঞ্জে কাশবন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি।

শুক্রবার (০১অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।  

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে কাশবনটির অবস্থান।

কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সিলেটের বিভিন্নস্থান থেকে লোকজন কাশবনটিতে ঘুরতে আসেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় হঠাৎ কাশবনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন।  

স্থানীয়রা জানান, ওইদিন সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে কাশবনটিতে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুন লাগার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।