ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মনজুর আলমের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
বগুড়ায় মনজুর আলমের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন করেন সংসদ সদস্য শাহাদারা মান্নান।

বগুড়া: হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মসজিদ ও মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) বাদ জুমা বাইতুল মামুর জামে মসজিদ ও হোসনে আরা মনজুর ফোরকানিয়া মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান। তিনি বলেন, দেশে অনেক ধনী ও শিল্পপতি রয়েছে কিন্তু দানবীর কম। চট্টগ্রামের সাবেক মেয়র এম মনজুর আলমকে আমি চিনি এবং তাঁর সম্পর্কে জানি। তিনি চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মসজিদ-মাদ্রাসা নির্মাণ এবং গরিব-অসহায়দের সাহায্য সহযোগিতায় কাজ করছেন। তিনি মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন।

এম মনজুর আলম বলেন, মহান রাব্বুল আলামিনের মেহেরবানিতে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আল্লাহর সন্তুষ্টি ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭৬তম প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে বাইতুল মামুর জামে মসজিদ ও হোসনে আরা মনজুর ফোরকানিয়া মাদ্রাসা। সৃষ্টিকর্তার নৈকট্য অর্জন ও মানবসেবার জন্যই এই ফাউন্ডেশন ও ট্রাস্টের পথচলা। শুধু চট্টগ্রাম নয়, বর্তমানে এই প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ নানা মানবিক কার্যক্রম নিরবে করে যাচ্ছে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী হিরু, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুল হামিদ, মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন, তত্ত্বাবধায়ক মাসুদুর রহমান রানা, গোল্ডেন ইস্পাত ও এইচ এম স্টিলের বগুড়া জেলার মার্কেটিং অ্যান্ড সেলস এর উপব্যবস্থাপক মো. নুরে আলম ও মোস্তফা হাকিম গ্রুপের কর্মকর্তারা।  

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তাহের মনজুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন কাদেরী।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘন্টা, অক্টোবর ২, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।