ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে মমেকে ৮ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
করোনা উপসর্গ নিয়ে মমেকে ৮ মৃত্যু

ময়মনসিংহ: করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আট জনের মৃত্যু হয়েছে।  

শনিবার (২ অক্টোবর) সকালে মমেকের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেন।

 

করোনা উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রেনু (৬০), খুদে নেওয়াজ (৬০), সুকুমার সরকার (৭০); নেত্রকোনা সদরের সাইদুল (৬১), জয়া (১৬), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার হালিমা (৮০), জামালপুর সদরের মানিক (৩৮) ও কাজল রেখা (৫৫)।  

তবে এদিন করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।  

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২১ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছয়জন চিকিৎসাধীন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ১০ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ।  

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৯৮২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৬২ জন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।