ঢাকা: রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণে দু’জন দগ্ধের ঘটনায় জিতু (৩৩) নামে এক যুবক মারা গেছেন।
শনিবার (২ অক্টোবর) ভোরে শেখ হাসিনা জাতিয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শুক্রবার সাড়ে ৮টার দিকে পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসি পাশে জাহানারা ভিলার তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে দগ্ধ হয়ে মো. ইয়াসিন (৩৩) ও জিতু (৩৩)। শনিবার ভোরে ৬৪ শতাংশ পোড়া নিয়ে জিতু মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জিতু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানায়, পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্মেসির পাশে জাহানারা ভিলা সংলগ্ন ছয় তলা বাড়ির তিন তলায় কয়েকজন মিলে ম্যাস ভাড়া করে থাকতো তারা। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ তাদের রুমে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে থাকা ২দু’জন দগ্ধ হয়।
তিনি আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রুমের মধ্যে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে দগ্ধ ইয়াসিনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এজেডএস/এনএইচআর