ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়া তসলিম উদ্দিন (৫০) নামে এক প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি শনিবারই (২ অক্টোবর) দুবাই থেকে দেশে ফিরেছেন।

পুলিশ জানিয়েছে শনিবার দুপুর দেড়টার দিকে তসলিম উদ্দিন নামে এক দুবাই প্রবাসীকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তসলিম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এরশাদ আলী জানান, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সঙ্গে থাকা পাসপোর্ট দেখে তার নাম-পরিচয় জানা যায়। পরবর্তীতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায়, তসলিম দুবাই প্রবাসী। সেখান থেকে শনিবার সকালেই তিনি ঢাকায় পৌঁছান। বাড়িতে যাওয়ার পথে তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ভাগ্নে মো. রুবেল জানান, তসলিমের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে, ১ ছেলে ও ২ মেয়ের জনক। প্রায় ৩ বছর দুবাই ছিলেন। শনিবার সকালে গ্রামের বাড়ি থেকে খবর পান মামা তসলিম অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে যাত্রাবাড়ী থানা পুলিশের হেফাজতে আছেন। তখন তিনি যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে মামাকে অচেতন অবস্থায় দেখতে পান।

ঢামেক হাসপাতালে করোনার কারণে মেডিসিন বিভাগ না থাকায় জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কার করার পর পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালের নেওয়া হয়।

বাংলাদেশ সময়; ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।