ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

বরিশাল: বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনা সভা।

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে শনিবার (০২ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নাসির উদ্দীন আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর ও মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।

সভায় বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এতে অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।