ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনার মুজগুন্নী মহাসড়ক দ্রুত সংস্কারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
খুলনার মুজগুন্নী মহাসড়ক দ্রুত সংস্কারের দাবি

খুলনা: খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ মুজগুন্নী মহাসড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এ অবস্থায় মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবিতে শনিবার (২ অক্টোবর) মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা।

নিসচার খুলনা মহানগর সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে মুজগুন্নী শিশুপার্কের সামনে আয়োজিত এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ যোগ দেন।

সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, লে.কমান্ডার (অব.) ইস্কান্দার আলী ও শ্যামল কুমার, লবনচরা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন তুহিন, নিচসার সহ-সভাপতি শেখ মো. নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন তালুকদার সোহাগ, মো. ইলিয়াস হোসেন লাবু, মো. রকিবউদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো. নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো. সোলায়মান হোসেন, প্রকাশনা সম্পাদক মো. নাসিরউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুম বিল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, কার্য্যনির্বাহী সদস্য বনানী আফরোজা, মো. শামীম হোসেন, তানিয়া সুলতানা, মাহমুদা আক্তার লিজা, কাজী রাসেল, মাথাভাঙ্গা কাজী পাড়া সিদ্দীকিয়া জামে  মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. কামরুল ইসলাম, মুজগুন্নী এলাকার বাসিন্দা আবু জাফর শিকদার, শেখ আবুল কালাম আজাদ, তালিবুর রহমান, শেখ মিজানুর রহমান, শহিদুল ইসলাম লস্কর, অজয় কুমার রায়, সিকদার আলী, রেজাউল ইসলাম, নজির হোসেন, মোঃ আকরাম হোসেন, কবির হোসেন, নাজমুল হোসেন।

তারা বলেন, খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে মুজগুন্নী মহাসড়ক অন্যতম। সোনাডাঙ্গা আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে খালিশপুর নতুন রাস্তা মোড় পর্যন্ত এ সড়কটির অবস্থান। মহাসড়কের পাশে অবস্থিত দক্ষিণাঞ্চলের একমাত্র বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর সদর দপ্তর, নৌ-বাহিনী ঘাঁটি (বানৌজা তিতুমীর), বিএনএন স্কুল অ্যান্ড কলেজ, এ্যাংকরেজ স্কুল, নৌ-বাহিনী ভর্তি কেন্দ্র, নাবিক কলোনি, খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন, মুজগুন্নী শিশু পার্ক, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রায়েরমহল (অনার্স) কলেজ, নগরস্বাস্থ্য কেন্দ্রসহ সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান।

তারা আরও বলেন, কিন্তু এ মহাসড়কটির বর্তমান অবস্থা এতটাই বেহাল যে, বড় বড় খানা-খন্দ ও গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়। সিটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় সড়কটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে।

বক্তারা বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চরম অবহেলা, অদক্ষতা ও অযোগ্যকার কারণে মহানগরীর প্রবেশ পথ শিপউয়ার্ড সড়ক ও এম এ বারি লিংক সড়ক সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মাত্র সাড়ে ৩ কিলোমিটার শিপইয়ার্ড সড়কটি সংস্কারের জন্য সরকার ৩ দফায় প্রায় ২৫৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু গত ৮ বছরেও সড়কটি সংস্কার করা হয়নি। এ টাকার কোনো হিসাব কর্তৃপক্ষের কাছে নেই। নগরবাসীর ভোগান্তির জন্য কেডিএ কর্তৃপক্ষকে দায়ী করেন তারা।    

তারা রূপসা-শিপইয়ার্ড, সোনাডাঙ্গার এম এ বারি লিংক সড়ক ও মুজগুন্নী মহাসড়কসহ সকল বেহাল সড়ক দ্রুত সংস্কারের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সুদৃষ্টি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।