ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠিতে কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে আবদুল্লাহ আল আবিদ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

আবিদ ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ সচিব হেমায়েত হোসেনের ছেলে। তার ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

আবিদের বড় ভাই আবদুল্লাহ আল আরাফাত জানান, ছোট ভাই আবিদ শখ করে বাড়ির ছাদে কবুতর পুষতো। রাত সাড়ে ৯টার দিকে একটি কবুতর ধরতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আবিদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে আছে। শনিবার (২ অক্টোবর) স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।