ঢাকা: রাজধানী মগবাজারের মধুবাগ এলাকায় একটি বাসার তিনতলা থেকে পরে নাবিল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নাবিল মাদারীপুর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে। বর্তমানে মগবাজার মীরেরটেক এলাকায় বাবা-মার সঙ্গেই থাকতো।
বাবা নজরুল ইসলাম জানান, নাবিল কিছুই করতো না, বাসাতেই থাকতো। দুপুর ২টার দিকে কেউ একজন নাবিলের ফোন থেকে আমার মোবাইলে ফোন কল দিয়ে বলে নাবিল মধুবাগে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে পৌঁছে জানতে পারেন, নাবিল একটি বাসার তিনতলা থেকে পড়ে গেছে। পরে প্রথমে নাবিলকে কমিউনিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায়।
তিনি অভিযোগ করেন, নাবিলের কোনো বাসায় যাওয়ার কথা না। কেউ হয়তো ডেকে নিয়ে বাসার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
এজেডএস/এমএমজেড